রাজশাহীতে গণপরিবহন চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

Passenger Voice    |    ০২:১৯ পিএম, ২০২১-০৫-০২


রাজশাহীতে গণপরিবহন চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

স্বাস্থ্যবিধি মেনে ও অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে বিক্ষোভ করেছে গণপরিবহন শ্রমিকরা। রোববার বেলা এগারটার দিকে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন গন পরিবহন শ্রমিকরা।

বিক্ষোভ থেকে শ্রমিকরা জানান, তারা স্বাস্থ্যবিধি মেনে ও অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবি জানাচ্ছেন। কারণ দীর্ঘদিন ধরে গণপরিবহন বন্ধ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন। এজন্য তারা সরকারের প্রতি গণপরিবহন চালুসহ তিন দফা দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।